নতুন গল্পগ্রন্থ ॥ একটি ইঁচড়ে পাকা সাক্ষাৎকারের বয়ান


অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক দিলওয়ার হাসানের নতুন গল্পগ্রন্থ ‘একটি ইঁচড়ে পাকা সাক্ষাৎকারের বয়ান’।এটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী (বইমেলায় স্টল নম্বর : ৩৩৭,৩৩৮,৩৩৯।দাম ১৮৮ টাকা।

গ্রন্থটির লেখক বলেন, গ্রন্থটিতে নানান স্বাদের ১৭টি গল্প আছে এখানে।ভাষায়, বর্ণন ভঙ্গিতে, বয়ানে গল্পগুলো একটি থেকে আর একটি সম্পূর্ণ আলাদা।নাম থেকেই বুঝতে পারবেন : সন্ধ্যা রাতে কাঁটাবন যাত্রা, মধ্যদুপুরের মাধুকরী, এক সন্ধ্যায় পরিদের বাড়িতে, একটি ভয়াল বাস-যাত্রা, ল্যান্ডফোনে মোবাইল ফোনের গল্প, একটি ইঁচড়েপাকা সাক্ষাৎকারের বয়ান, বাজার সফরের ধারা ভাষ্য, মুখোশ-পরা মলি, বাইশে আষাঢ় : একটি দিনের পোস্ট মর্টেম, আমাদের গ্রামের সবচেয়ে লম্বা লোকটির ইতিহাস, একটি গরুর আত্মকাহিনি, টুকটুকি বুড়ি ও তার রাঙা নাতি, ছয় রাইফেল, শিশু পার্কে সন্ধ্যা, দুই মহানায়ক, জীবন্ত নারী কঙ্কাল দেখার পরের ঘটনা, পর্ন তারকা মিয়া খলিফাকে নিয়ে ক্ষুদ্র নিবন্ধ।

লেখক জানান, গল্পগুলো প্রথম আলো, কালের কণ্ঠ, শব্দঘর, বয়ান, পরণকথা, রাইজিংবিডি ডটকম, বাংলা ট্রিবিউন ও টংকার পত্রিকায় প্রকাশিত হয়েছে।