বইমেলায় আবু জাফর খানের দ্বিভাষিক কবিতার বই


অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) মেলায় এসেছে আবু জাফর খানের ‘ILLUSIVE PRIMEVAL STONES – প্রত্নপাথর মায়া’। বইটি বাংলা-ইংরেজির দ্বিভাষিক সংস্করণ।

এই গ্রন্থে ১০০টি কবিতা বাংলাসহ ইংরেজিতে অনুসৃজন করে সংকলিত করা হয়েছে। কবিতাগুলো অনুসৃজন করেছেন: যুবক অনার্য, কুশল ভৌমিক, প্রত্যুশা সরকার (ভারত) ও শহিদুল ইসলাম নিরব।

এটি কবির দশম কবিতাগ্রন্থ। বইটি প্রকাশ করেছে পোয়েম ভেইন পাবলিশার্স। দাম ৫০০ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আশরাফ খান। এটি পাওয়া যাচ্ছে ‘জিনিয়াস পাবলিকেশন্স’-এর ১০ নম্বর প্যাভিলিয়নে।

এ বিষয়ে আবু জাফর খান বলেন, ‘আমার পেশা ডাক্তারি হলেও নেশা শিল্পসাহিত্য নিয়ে কাজ করা।এ বইটি আমার লেখা ৩৫ বছরের ৯টি কবিতাগ্রন্থ থেকে বাছাই করা ১০০টি কবিতার বাংলা ইংরেজি সংকলন।’

উল্লেখ্য, আবু জাফর খানের এ পর্যন্ত ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।