ব্রিটিশ লেখক জেডি স্মিথ পেলেন পেন-অডিবল অ্যাওয়ার্ড


জেডি স্মিথ

কনিষ্ঠতম সাহিত্যিক হিসেবে পেন-অডিবল লিটরারি সার্ভিস অ্যাওয়ার্ডে ২০২২ ভূষিত হয়েছেন ব্রিটিশ লেখক জেডি স্মিথ।

ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং প্রাবন্ধিক হিসেবে তার দীর্ঘদিনের লেখালেখি ও পাঠকপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে তাকে।

তার হোয়াইট টিথ, এনডব্লু এর মতো উপন্যাস এবং চেঞ্জিং মাই মাইন্ড ও ইন্টিমেশনস- এর মতো প্রবন্ধসংগ্রহ শুধু জনপ্রিয় নয়, সাম্প্রতিক সময়ে সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য সৃষ্টি। নারীত্বের সংকট, সমাজের অন্ধকার, মনুষ্যত্বের আদর্শ বারবার মূর্ত হয়েছে তার শক্তিশালী কলমে, লেখার শৈলী নিয়েও করেছেন নীরিক্ষা।

লন্ডনে বসবাসরত ৪৬ বছর বয়সী জেডি স্মিথের জন্ম ১৯৭৫ সালে লন্ডনের উত্তর-পশ্চিম অঞ্চলে।তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন।

তিনি রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের একজন ফেলো।তিনি দুইবার গ্রান্টার বিশ জন সেরা তরুণ ব্রিটিশ ঔপন্যাসিক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

সূত্র: পেন আমেরিকা ডট ওআরজি