জীবন বিষয়ক একগুচ্ছ কবিতা ॥ নূরুদ্দিন জাহাঙ্গীর


ছবি গেটি ইমেজেস।গ্রাফিক: লংরিড

১. হাভাতে জীবনের কড়চা
বিদ্যা অর্জন করতে চেয়েছিলাম আলোকিত হয়ে বাঁচব বলে
কিন্তু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি আমার
সব শিশু এখনো বিদ্যালয়ে যেতে পারে না।
জ্ঞান অর্জন করতে জ্ঞানীদের কাছে গিয়েছিলাম
জ্ঞানীরা মুর্খদের এখনো কাছে ভিড়তে দেন না।
দুমুঠো ভাতের জন্য জমিনে খেটেছি এখনো খাটি উদয়াস্ত
তবুও ক্ষুধা মেটেনি, মেটে না;
সকলেই বলে আমার ক্ষুধা খুব বেশি।
ভাত আমার বেশি খাওয়া লাগে এ কথা সত্য
ভাত ছাড়া আর কিছু তো জীবনে খেতে পাইনি,
কখনো কারো কাছে দুমুঠো ভাত ছাড়া আর কিছু চাইনি
চাইবার মতো আর কিছু তো চিনি না, চাইতেও জানি না।
আমি লেখা পড়া শিখিনি, বিদ্যা অর্জন করিনি বিদ্বান লোকেদের মতো
জ্ঞানী নই, মুর্খ একজন খেয়ে বাঁচা খেটে-খাওয়া লোকমাত্র।
একমুঠ সাদাভাত ছাড়া কী চাওয়া যায়, কী পাওয়া যায় জানি না
ভাত ছাড়া আর কী কী খাওয়া যায় কেমন করে খেতে হয় শিখতে পারিনি উপায় বা কৌশল;

ভাতের পাতে নুন পাওয়াকেই প্রাপ্তি ভেবে কাটিয়ে দিয়েছি জীবন
জেনেছি, যা পাই নি সে বস্তু কখনো আমার রিজিক নয়।

২. জীবনের পথ তুমিই পাড়ি দিচ্ছ
তুমি গন্তব্যে পৌঁছাতে পথ চলছ
জীবনের পথ তুমিই পাড়ি দিচ্ছ;
তবুও তুমি পড়ে যাচ্ছ বার বার সাপের মুখে
তোমার জীবন নিয়ে কেউ খেলছে সাপলুডু।

৩. জীবন যেমন হয়
দুটো সুযোগ সামনে আছে-একটা পাবে অন্যটা পাবে না
কোনটা নেবে তা নয়, যা পাবে না সে জীবন তোমার নয়;
তুমি যা চেয়েছ জীবন তেমন কখনো হয়?
তুমি যা পেয়েছ প্রকৃত জীবন তেমনি হয়;
আমার জীবন আমার মতো, তোমার সেরকম নয়; জীবন মানেই পৃথক সত্তাময়।

৪. জীবন
মৃত্যুকে তুমি জয় করতে পারবে না; তাই বলে জীবনকে পরাজিত হতে দিতে পার না কিছুতেই।
জেনে নাও, মৃত্যু তোমাকে কিছুই দেবে না বরং ছিনিয়ে নেবে সব-
তোমার যা কিছু ছিল-জীবনের সুমধুর কলরব
এমন কি, তোমার জীবন থেকেও তোমাকেই।
জীবন তোমাকে কেবলই দিয়ে গেছে, দিয়ে যাচ্ছে, দেবে-
আর মৃত্যু তোমাকেই নেবে;
তুমি বলবে, জীবন দিয়েছে দুঃখ আর বেদনা-যা তুমি কখনো চাওনি
তাই বলে তুমি জীবন থেকে কম কিছু তো পাওনি!
পেছনে তাকাও-পেয়েছ যা তার মূল্য কী দিয়ে দেবে শোধ?
আর যা চেয়েছিলে পাওনি, সে জীবনের দায় নয়
সে তোমারই ছিল ভুল-জীবনের প্রতি করেছ অবহেলা;
বাঁচতে শেখনি মহৎ জীবন থেকেও, কাটিয়েছ অলস বেলা
তবু্ও যা চাওনি তাও পেয়েছ অঢেল
সে প্রাপ্তির ঋণ স্বীকার করে নাও চলে যাবার আগে।
মৃত্যুর পর যে শান্তি পেতে চাও, তা শুধু জীবনই দিতে পারে;
জীবনকে অবহেলা করে পাবে না কিছুই-জীবনের ওপারে।