সাহিত্যের নতুন খবর


শনিবার (১৩ আগস্ট ২০২২) সাহিত্য, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মুখরিত থাকবে ঢাকা। তেমনি কয়েকটি অনুষ্ঠানের খোঁজখবর নিয়ে যোগসূত্রের পাঠকদের জন্য এই প্রতিবেদন।

বঙ্গবন্ধু শতবর্ষে শতস্মৃতি বইয়ের প্রকাশনা: বইবাড়ি আয়োজন করেছে বঙ্গবন্ধু শতবর্ষে শতস্মৃতি বইয়ের প্রকাশনা উন্মোচন অনুষ্ঠান।১৩ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় রাজধানীতে সংস্কৃতি বিকাশকেন্দ্রে এই অনুষ্ঠান হবে।

এতে প্রধান অতিথি থাকবেন কবি মুহম্মদ নূরুল হুদা।বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান।আলোচনা করবেন জাহিদ নেওয়াজ খান, রাজীব পারভেজ, প্রণব সাহা, রবীন আহসান।

অনুষ্ঠান উপস্থাপনা করবেন শিল্পী বর্মণ।সন্ধ্যা ৬টায় থাকবে খ্যাতিমান আবৃত্তি শিল্পীদের কণ্ঠে আবৃত্তি আমাদের বঙ্গবন্ধু।

পারভেজ হোসেনের উপন্যাস সুবর্ণপুরাণ: ১৩ অগাস্ট (শনিবার) রাজধানীতে সংস্কৃতি বিকাশকেন্দ্রে কথাসাহিত্যিক পারভেজ হোসেনের সুবর্ণপুরাণ উপন্যাস নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ছোটকাগজ অনিন্দ্য ও চর্যাপদ।

এতে আলোচনা করবেন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ, আহমাদ মোস্তফা কামাল, প্রাবন্ধিক মোহাম্মদ আজম, দেবাশীষ কুমার কুণ্ডু, সাংবাদিক নজরুল কবীর।

বর্ষা বন্দনা: ১৩ অগাস্ট (শনিবার) কালি সাহিত্য ও সামাজিক সংগঠনের কার্যক্রম বর্ষা বন্দনা দিয়ে তার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে।অনুষ্ঠানটি রাজধানীতে মাইডাস ভবনের ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হবে।

এতে খ্যাতিমান কবি, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিকরা অংশ নেবেন।