বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায় কালির বর্ষা বন্দনা


আনোয়ারা সৈয়দ হক, বেগম জাহান আরা ও পাপড়ি রহমান।ছবি : যোগসূত্র

ঠিক বিকেলে ভারী বৃষ্টি হয়ে গেলো।বৃষ্টি শেষে শুরু হলো ‘শ্রাবণের এই ধারার মতো পড়ুক ঝরে’ গানটি।এরপর আরও একটি গান বাজলো-‘মেঘ বলেছে যাব যাব’।করোনা মহামারির আড়াই বছর পর এভাবেই শুরু হয় সাহিত্য ও সামাজিক সংগঠন কালির বর্ষা বন্দনা অনুষ্ঠান।

শনিবার (১৩ অগাস্ট ২০২২, ৩০ শ্রাবণ ১৪২৯) রাজধানীতে মাইডাস ভবনের ইএমকে সেন্টারে গানের পর কালির মূল অনুষ্ঠান শুরু হয়।

কালি সব সময় ছোট পরিসরে, সুষ্ঠু ব্যবস্থাপনায় এবং সময় মেইনটেইন করে অনুষ্ঠান করে।এই অনুষ্ঠানে অতিথি যারা অংশ নিয়েছেন তারা প্রায় সবাই স্বমহিমায় উজ্জ্বল।

অনুষ্ঠান শুরু হয় কালির প্রেসিডেন্ট কথাসাহিত্যিক পাপড়ি রহমানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে। তারপর শিল্পী আক্তারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে কালির সদস্যরা বর্ষা নিয়ে দুটি গান করেন।গানের পর কালির মূল অনুষ্ঠান শুরু হয়।সঞ্চালনা করেন কবি, আবৃত্তিকার সালমা তালুকদার।

অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, প্রাবন্ধিক ও ভাষাবিদ বেগম জাহান আরা, কবি রুবি রহমান, কবি সুফিয়া আক্তার, কবি তুষার কবির, কবি সোহেল হাসান গালিব, গল্পকার ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি পিয়াস মজিদ, কবি আফরোজা আক্তার টিনা ও শিল্পী শারমিন জাহান শাম্মী।