যুক্তরাষ্ট্রের আইওয়া আন্তর্জাতিক লেখালেখি কর্মশালার আবাসিক লেখক হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশি কথাসাহিত্যিক মশিউল আলম এখন যুক্তরাষ্ট্রে। কর্মশালায় যোগ দিতে ২৩ আগস্ট (২০২২) তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।
১৯৬৭ সাল থেকে আইওয়া ইউনিভার্সিটি এই কর্মশালার আয়োজন করে আসছে।এ পর্যন্ত বিশ্বের ১৫০টি দেশের দেড় সহস্রাধিক লেখক, কবি, নির্মাতা এ কর্মশালায় অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮ জন লেখক এ কর্মশালায় অংশ নিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ রফিক, হুমায়ূন আহমেদ, মঞ্জু সরকার, আনিসুল হক, ওয়াসি আহমেদের মতো লেখক রয়েছেন।
এ বছর বাংলাদেশ থেকে শুধু মশিউল আলম সুযোগ পেয়েছেন এ কর্মশালায় যোগ দেওয়ার।তার সঙ্গে আরও রয়েছেন ভেনেজুয়েলা, পাকিস্তান, ইথিওপিয়া, বার্বাডোজ, গিনি বিসাউ, নিউজিল্যান্ড, কাজাখস্তান, নিকারাগুয়া, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সাহিত্যিকেরা।
কর্মশালাটি শেষ হবে আগামী অক্টোবরে।