২০২৩ সালের ‘কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার’-এর জন্য গল্প আহ্বান করা হয়েছে। ২০২২ সালের ১ নভেম্বর পর্যন্ত ২ থেকে ৫ হাজার শব্দে লেখা অপ্রকাশিত গল্প জমা দিতে পারবেন কমনওয়েলথভুক্ত ৫৬ দেশের যেকোনো নাগরিক।
ইংরেজির পাশাপাশি বাংলা এবং আরও ১০টি ভাষায় গল্প জমা দেওয়া যাবে।২০২৩ সালের জুনে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম এবং এর আগে প্রকাশিত হবে সংক্ষিপ্ত তালিকা
বিজয়ী গল্পকার পুরস্কার হিসেবে পাবেন ৫০০০ পাউন্ড এবং অঞ্চলভিত্তিক অন্য পাঁচ শ্রেষ্ঠ গল্পকার ২ হাজার ৫০০ পাউন্ড করে পাবেন।
বাংলাদেশ থেকে ২০১৬ সালে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল কথাশিল্পী সুমন রহমানের গল্প ‘নিরপরাধ ঘুম’। এছাড়া এ বছর পুরস্কারের জন্য প্রকাশিত শর্টলিস্টে স্থান পায় আরেক বাংলাদেশি কথাসাহিত্যিক সাগুফতা শারমীন তানিয়ার গল্প ‘হোয়াট মেন লিভ বাই’।
গল্প জমা দেওয়া এবং বিস্তারিত জানা যাবে এখানে
www. commonwealthwriters.org/shortstoryprize/info
সূত্র: কমনওয়েলথ রাইটারস ডটঅর্গ