একগুচ্ছ হাইকু ॥ মোহাম্মদ হোসেন


১. ভিন বাগিচার গুল
চোখে জল দু’হাতে ফুল
ভেবে হই আকুল

২. সাগর জল
চোখের পানি লোনা
প্রিয়ার ছল

৩. গরম কড়া
মেজাজ-মর্জি চড়া
প্রেমের খরা

৪. বেলা গড়ায়
ফুল শুকিয়ে যায়
তেল ফুরায়

৫. সর্ষে ক্ষেতের দোল
হিয়া নাচে হলদিয়া
বোবার মুখে বোল

৬. পাখি উড়ে যায়
জনমদুখী মন আমার
বিরহগীত গায়

৭. ছোপ ছোপ সাদা মেঘ
এখানে জীবন সুন্দর
বেগ নেই, খুব আবেগ

৮. শিমুল ফুল
রাঙ্গা প্রিয়ার খোঁপা
হই আকুল

৯. দেহে মনে শীত
উষ্ণতা চাই উষ্ণতা
তুমি পুরোহিত

১০. নাম না জানা ফুল
কোন গাঁয়ের মেয়ে তুমি
কোন বাগিচার গুল।