১. পোট্রের্ট ও নিকোটিন
হয়তো পুড়েছে আরো কিছু ক্যানভাস
নিকোটিনের ধোঁয়ায় গাঢ় হয়েছে চোখ
এলোমেলো চুলে ক্লান্তিরা বুনেছে ঘাস
রংতুলি তবু জাগে হায়! জাগে অনুরোধ।
ধোঁয়া বয়ে ক্ষয়ে যায় রাতের আঁধার
ঠোঁটের স্পর্শে সিগারেটও হয়েছে ছাই
চোখের বিভ্রম হয়তো ভুলেছে কাঁটাতার
নিষেধের আড়ালে প্রেম কাঁদে অযথাই
ক্ষত নয় ব্যথা হয়ে বুকের বামপাশে
হয়তো কারো মুখ নিরবে বাজে চিনচিন
যদি সে বাড়ায় হাত ইকটু ছুঁয়-
ভালোবাসে
ক্ষীণ চাঁদের মতো জাগে আশা আবার বিলীন।
২.সিত্রাং
অন্ধকারে নিমজ্জিত গ্রাম
মুহূর্মুহু বাতাসী সন্ত্রাসে
বৃষ্টি সাথে ধেয়ে আসা বান
মেতেছে আজ প্রলয়ে উল্লাসে ।
অবিরত ঝরছে মুষলধারে
ঘরভাঙা ঝড় আরো বেসামাল
আছড়ে পড়ে বৃংহিত চিৎকারে
গাছপালা ঘর, কারো ঘরের চাল।
দ্বার ভেঙেছে বন্দী ভয়ঙ্কর
খিল এঁটেছে মানুষ ঘরের দ্বারে
তাণ্ডবেও নির্জনতার স্বর
বাজছে কানে বিষণ্ণ ঝংকারে।
বৃক্ষ-তরু লড়ছে প্রতিকূল
বাড়িগুলোর চুপসে গেছে প্রাণ
গর্জে উঠে তাণ্ডবে তুমুল
সমুদ্রঝড় রাক্ষুসি সিত্রাং।
৩.বৃষ্টির জমজবোন
রোদের মাঝেই বৃষ্টি এলো ঝুম
আচমকা তার কী হলো কে জানে
টাপুরটুপুর বৃষ্টিরা তাকধুম
থামলো আবার হঠাৎ অভিমানে।
এ তো দেখি তোমার জমজবোন
তোমার মতই খামখেয়ালি ভাব
এই তো ঝরাও হাসির প্রস্রবণ
পরক্ষণেই মুখটা আবার ডাব।
দমকা এসে বাজায় ভেজা সুর
প্রকৃতিতে ছড়ায় খুশির রেশ
শুষ্ক মাটি ভেজার নেশায় চুর
আবার হঠাৎ কোথায় নিরুদ্দেশ।