১.স্বপ্ন
মানুষের যাপিত জীবনে কত খুনসুটি
চাল দেওয়া না দেওয়া পড়ে থাকা গুটি
দূর থেকে দেখে দেখে স্বপ্ন সাজাই
কিছু পাই, কিছু তো হারাই।
২.পণ
দ্রুত দেখি পাল্টায় ক্ষণ থেমে তবু থাকে না জীবন
মাঝে মাঝে মেঘ এসে ছায়া দেয়
আবার প্রখর রোদ শোধ নেয়
ভালো থাকতেই হবে মননে যে পণ।
৩.জীবন
জীবনই কুয়াশামাখা কি করার আছে
সূর্যদেব লুকোচুরি খেলা নিয়ে থাকে
সবাই তো তার দলে আমি আজ একা
তোমার কণ্ঠেও আজ তারই সুর বাজে।
৪.একা
সরাসরি তোমাকে দেখি তমাল তলায়
তোমার কণ্ঠে ঝরে কৃষ্ণ সংগীত
নগর কীর্তণেও দেখি মধ্যমনি তুমি
আমি শুধু পরবাসে দিনগুনি একা।
৫.সেই হাসি
বাতাসে তোমার চুল গোবিন্দায় নমো
পাশ ঘেষে হেঁটে যায় স্নিগ্ধা বাউল
অরুন্ধতী হাসে তার ব্র্যান্ড সেই হাসি
পরিচ্ছন্ন পর্দাটাও ঝাপসা হয়ে আসে।
৬.হাসি
মনের কালো দূর হয়ে যাক
দীপাবলির আলোর স্রোতে,
মুখে থাকুক হাসির আমেজ
হাসি থাকুক চোখের ভ্রুতে।
৭.অন্যজীবন
তীব্র আলো নিভে গেলে ম্রিয়মাণ আমি,
যন্ত্রমুক্ত করে হুইলচেয়ারে টেনে নিয়ে যায়
গন্তব্যের পানে
তারপর ক্রাচ ওঠে বগলের নিচে।
৮. দিনযাপন
ঘৃণাটুকু উগরে দিতে চাই,
দিতে তো পারি না
কি এক অস্বস্তি নিয়ে
দিন রাত করছি যাপন।