ছোটগল্প- সাহিত্যের অনন্য এক মাধ্যম।ছোট পরিসরে গল্প বলার ঢঙ পাঠককে নিয়ে যায় গভীরে।উপন্যাস, কবিতার বাইরেও ছোটগল্প চমকপ্রদভাবে পাঠকের চিন্তার জগতে নাড়া দেয় বিচিত্রভাবে।এই ছোটগল্প ও গল্পের চিন্তা নিয়ে আলোচনা হয়েছে ঢাকা লিট ফেস্টের প্রথম দিনে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩) বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে।
দিনের শুরুতে অনুষ্ঠিত হয় ঢাকা লিট ফেস্টের দশম আসরের উদ্বোধনী। দেশি-বিদেশি কবি, সাহিত্যিক, চিন্তাবিদ ও শিল্পের বিভিন্ন শাখার মিলনমেলায় পরিণত হয় ঢাকা লিট ফেস্ট।মহামারির কারণে দীর্ঘ তিন বছর বন্ধ ছিল এই উৎসব। ফলে এবারের আয়োজন ছিল সবার মনোযোগের কেন্দ্রে। চার দিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।এবারের আয়োজন সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে।
কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘বড় চিন্তা, ছোট গল্প’ সেশনে কথা বলেন গল্পকাররা।গল্পে গল্পে তারা তাদের গল্প লেখার ভাবনা, অভিজ্ঞতা তুলে ধরেন।গল্প নিয়ে গল্প করেন গল্পকার মাহবুব আজিজ, শাহনাজ মুন্নী, সুমন রহমান, অসীম পলাশ, রুমা মদক, মশিউল আলম।
বড় চিন্তা ছোট গল্পের কাঠামোর মধ্যে অনেক গভীর কিছু প্রবেশ করিয়ে দেওয়া যায় বলে নিজের ভাবনা তুলে ধরেন শাহনাজ মুন্নী।তিনি বলেন, ‘নানা রকম অর্থ বহন করে ছোটগল্প।ছোটগল্প লিখতে আমি ভালোবাসি।আমি চিন্তা করেই ছোটগল্প লিখি।অনেক নিরীক্ষার মধ্য দিয়ে ছোটগল্প যাচ্ছে, চলার গতি প্রবহমান।নির্মাণের কাজ ভেতরে ভেতরে হতে থাকে।’
‘ছোটগল্প অনেকটা ভ্যাকেশন জবের মতো’ বলে উল্লেখ করেন আলোচক সুমন রহমান।তিনি বলেন, ‘গল্পকার আলাদা কোনও প্রফেশন হিসেবে কেউ নিয়েছেন বলে আমার মনে হয় না।ছোটগল্প সিরিয়াস শিল্প মাধ্যম। আমার কাছে ছোটগল্প লেখা সুইটেবল।আমরা কবিতায়ও গল্প বলি, উপন্যাসেও গল্প বলি। উপন্যাসের সঙ্গে যাপন করার বিষয় আছে। ছোট গল্প এই অনুভূতি দেয় না। কিন্তু ছোটগল্প আমাদের চমকে দেয়।’
মশিউল আলম বলেন, ‘ছোটগল্প কবিতা ও উপন্যাস থেকে আলাদা বিষয়। আমি মনে করি বড় চিন্তার সঙ্গে উপন্যাসের সম্পর্ক।’অসীম পলাশ বলেন, ‘আমরা কখনও কখনও বড় বিষয়কে গল্পের ক্যানভাসে নিয়ে আসতে পারি।’রুমা মোদক বলেন, ‘আমি আমার অভিজ্ঞতার আলোকেই লিখি, এর বাইরে লিখি না।আমি কিন্তু ঠিক করে নেই কী বলবো।আমি অনেকবার হোঁচট খাই, পুনরায় লিখি।’মাহবুব আজীজ বলেন, ‘নানান রকম জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা যাই। বলার একটা চেষ্টা আস্তে আস্তে জাগে, যে চিন্তাকে আমরা বলতে চাই।’