দিলারা হাফিজের আত্মজীবনীমূলক গ্রন্থ ॥ বালিকার চরৈবেতি


দিলারা হাফিজের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বালিকার চরৈবেতি’। গ্রন্থটি প্রকাশিত হয় ২০২২ সালের ৭ মার্চ। এটি প্রকাশ করেছে কাশবন প্রকাশনী।

বইটির ভূমিকায় দিলারা হাফিজ লিখেছেন, জীবন এক মহাসমুদ্র। এর তলদেশে যেমন অজস্র মুণিমুক্তো বাস করে তেমনই থাকে শ্যাওলা সবুজের কিছু আবর্জনাও। বিষ ও অমৃতের ধারাবাহিক মাখামাখিতে মানুষের ছোট্ট জীবন কোন ফাঁকে যে মহীরুহে রূপান্তরিত হয়ে ওঠে, তা বুঝতে না বুঝতেই ফুরিয়ে যায় তার অমনিবাস। আপন ঘর বলতে বুঝি, জন্মস্থান ও তার বেড়ে ওঠার সকাল-দুপুর-রাত্রি ঘিরে নতুন গজিয়ে ওঠা অনুপম সময়। যার চিরকালীন আবেদন ইহজীবনে কখনো ফুরিয়ে যায় না। স্মৃতিবদ্ধ পাগল মানুষ তাই হয়তো আত্মজীবনী লিখতে প্রলুব্ধ হয়, জীবনের উপাত্তে এসে। আত্মজীবনী মানেই তো সময়ের আয়নাতে ঘুরিয়ে ফিরিয়ে কেবল নিজেকেই দেখা। এ দেখার যেন কোনো শেষ নেই। এক ধরনের নার্সিসিজম তো বটেই।