দরজায় কড়া নাড়ছে বইমেলা। আসন্ন বইমেলা (২০২৩) উপলক্ষে প্রকাশিত হয়েছে মেঘ অদিতির নতুন গ্রন্থ ‘বাউকুড়ানি’।
গ্রন্থটি সম্পর্কে মেঘ অদিতি যোগসূত্রকে বলেন, বাংলা ছোট গল্পের দুনিয়ায় এখন যেকোনো কিছুই মুহূর্তে গল্পের বিষয় হয়ে উঠতে পারে।আর তা বলার জন্য আমার মনে হয় অনেক কথা না বললেও চলে।আসন্ন একুশে বইমেলাকে সামনে রেখে জলধি থেকে প্রকাশিত হয়েছে আমার ছোট গল্পের তেমন এক সংকলন ‘বাউকুড়ানি’।
মেঘ অদিতি বলেন. এই গ্রন্থে রয়েছে অনধিক ৫০০ শব্দে লেখা ৩৬টি গল্প। ছোট ছোট দৃশ্য, বর্ণনা, অল্প সংলাপ, দৈনন্দিনতার ক্লান্তি, একাকীত্ব, স্মৃতি, নাগরিক জীবনের উত্থানপতন, গার্হস্থ্য নিপীড়ন,গণধর্ষণ এবং অবশ্যই অপ্রেম ও প্রেম নিয়ে লেখা এসব গল্প এই গ্রন্থের অন্তর্ভুক্ত। ব্যস্ত এই সময়ে, এই ফিকশনগুলো আশা করি পাঠকের ভালোই লাগবে।
বাউকুড়ানি
লেখক: মেঘ অদিতি
ছোট গল্পের সংকলন
প্রকাশনা: জলধি
প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য
মূল্য: ২৫০ টাকা
পড়ুন
পিওনা আফরোজের নতুন গ্রন্থ ‘গোধূলিমায়ার গন্তব্যে’
বিধান সাহার নতুন গ্রন্থ ‘অবিরাম বিস্মরণ’
সাইফ বরকতুল্লাহর নতুন গ্রন্থ ‘১০টি প্রেমের গল্প’