‘গ্রন্থী’ প্রকাশ করলো ১০০ কবির কবিতার সংকলন


বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ১০০ কবির কবিতা নিয়ে সংকলন গ্রন্থ হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ প্রকাশিত হয়েছে। এই সংকলনটি সম্পাদনা করেছেন শামীম শাহান।

গত ৯ জানুয়ারি ২০২৩ ঢাকার বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে অবস্থিত গ্রন্থবিপণি বাতিঘরে এই সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, কবি জয় গোস্বামী, লেখক তপোধীর ভট্টাচার্য, কামাল চৌধুরী ও শামীম রেজা।