অমর একুশে গ্রন্থমেলায় (২০২৩) আসছে কবি এ কথাশিল্পী সৈয়দা আইরিন জামানের নতুন বই ‘গোলাপের মগ্নতা গণিতের ঘোর’।
কবিতার এই গ্রন্থটি প্রকাশ করছে আগামী প্রকাশনী। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।
সৈয়দা আইরিন জামানের প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের মগ্নতা গণিতের ঘোর’।এতে ৫৩টি কবিতা রয়েছে।
তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের এই সময়ে ব্যক্তি, জাতি, সংস্কৃতি এবং ভূগোল-চরম সংকটের মুখোমুখি।
আইরিন জামানের কবিতা সেই কূটাভাষের সাক্ষর বহন করে।আইরিন জামানের প্রেমের কবিতায় রয়েছে নিজস্ব বয়ানের নবমগ্নতা যা ব্যক্তিকে অতিক্রম করে সমষ্টির সুরে বাজে। তার কবিতার মূলস্বর একবিংশ শতাব্দীতে আধুনিক মানবের অস্তিত্ব সংকট।