ডেজা-ভু
এর আগেও আমি এসেছি এ পথে,
ট্রেনের জানালায় শিতঘুম দিতে দিতে
নেমে গেছি ভুল স্টেশনের ঠিকানায়,
প্ল্যাটফর্ম চিনে নিতে ভুল হয়নিতো !
রোম থেকে কিছু দূরে অ্যালবানো লেক
চোখ বুজে রোজ ডুবে যেতে দেখি তোমাকে
উদ্ধাকর্মীরা টেনে তুলেছিল দুটো দেহ,
মনে আছে,
কবরের পাশে বসে খুব কেঁদেছিলে ।
মিশরের মাটি খুঁড়ে দুটো কংকাল,
এখনও জড়িয়ে ওরা !
পাথর হয়েছে দুটো সাহসী চুম্বন ,
শেষ নিঃশ্বাসে কত অপঘাত ছিল,
মনে আছে ?
যতবার এ পৃথিবীতে চোখ খুলি
মনে হয় ইতিহাস যতখানি দূরে,
তুমি ঠিক ততখানি কাছে।