শেরপুর সংস্কৃতি পরিষদ সম্মাননা পেলেন যারা


বক্তব্য রাখেন রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার

বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মাননা দিয়েছে শেরপুর সংস্কৃতি পরিষদ। গত শনিবার (১১ মার্চ ২০২৩) দুপুরে বগুড়ার শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতিত ছিলেন।

এ বছর উপন্যাসে সম্মাননা পেয়েছেন সাহানা শিমু ও আব্দুর রাজজাক বকুল। ছোট গল্পে সম্মাননা পেয়েছেন নুসরাত সুলতানা, সাইফ বরকতুল্লাহ, রেহানা বীথি, আরিফুর রহমান, আদনীন কুয়াশা।

কবিতায় সম্মাননা পেয়েছেন শামীমা নাইস, ফাহমিদা নীলা, এস. এম সাথী বেগম, হাবীবা সাখাওয়াত, সোহেল মাহবুব, এস. এম তিতুমীর, বাবলু মওলা, মাহফুজ মুজাহিদ, মেহেনাজ পারভীন, তৌফিকুল মামুন, শাহিনুর রহমান শাহিন।ছোটকাগজ সম্পাদনায় সম্মাননা পেয়েছেন হাদিউল হৃদয়।

এর আগে সকাল ৯টায় স্থানীয় লেখক-শিল্পী ও সুধীজনেরা জমায়েত হতে থাকে উৎসব স্থলে। ধীরে ধীরে বিভিন্ন জেলা থেকে অতিথিরা আসতে থাকেন। সকাল ১০টার আগেই লেখক-শিল্পী ও সুধীজনদের পদচারণায় কানায় কানায় ভরে ওঠে অনুষ্ঠান স্থল।তিন শতাধিক মানুষের এক মিলনমেলায় পরিণত হয় পুরো কলেজ চত্বর।বেলা ১১টায় সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে শুরু হয় উদ্বোধনী পর্ব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আলমগীর মালেক, মিতা নূর, অনীক রহমান বুলবুল, পারভেজ বাবুল, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রায়হান ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার।স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার।

উপস্থাপনায় ছিলেন কবি এইচ আলীম। অনুষ্ঠানের ২য় পর্বে ছিল সংগীত ও নৃত্য পরিবেশন, সাহিত্য-সংস্কৃতির আলোচনা।এই অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুর সারগাম সংগীত বিদ্যালয়ের শিল্পীরা।