‘উন্নয়নপাঠ: নদী ও প্রাণ’ বই নিয়ে আলাপ


লেখক ও সাংবাদিক আমীন আল রশীদ এর নতুন গ্রন্থ ‘উন্নয়নপাঠ: নদী ও প্রাণ’ বই নিয়ে আলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ ২০২৩) রাজধানীর আঁগারগাওয়ে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারে এই আলাপ অনুষ্ঠিত হয়।

এতে যারা অংশ নেন ও আলোচনা করেন তারা হলেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, নদী গবেষক ও লেখক মোহাম্মদ এজাজ, নৌ যোগাযোগ বিশেষজ্ঞ আমিনুর রসুল বাবুল, প্রবীণ বিষয়ে বিশেষজ্ঞ হাসান আলী, যোগাযোগ বিশেষজ্ঞ ও লেখক খান মো. রবিউল আলম, লেখক আলমগীর খান, লেখক তাপস বড়ুয়া, কবি ও প্রকাশক সৈকত হাবিব, গবেষক ও প্রকাশক মিনার মাসুদ, জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন, উন্নয়নকর্মী হাফিজুল ইসলাম, নদীরক্ষা আন্দোলনকর্মী সাঈদ চৌধুরী, গবেষক ও পরিব্রাজক জাকারিয়া মণ্ডল, নদী অধিকার মঞ্চের সদস্য সচিব শমশের আলী, গবেষক ও রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, সাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, ক্লাইমেট এক্সপার্ট মুনির চৌধুরী, গ্রন্থটির লেখক আমীন আল রশীদ।

বই: উন্নয়নপাঠ: নদী ও প্রাণ
লেখক: আমীন আল রশীদ
প্রকাশনা: ঝালকাঠি পাবলিকেশন্স
প্রচ্ছদ: মুজিব মুহাম্মদ
প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
দাম: ৩৫০ টাকা।