শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা গন্তব্যের প্রথম মুদ্রিত সংখ্যা (সংখ্যা ৫, বর্ষ ৩, মার্চ ২০২৩) প্রকাশিত হয়েছে।এর আগের সংখ্যাগুলো ই-পেপার হিসেবে প্রকাশিত হয়েছে।
কথাসাহিত্যিক আরিফুর রহমানের সম্পাদনায় এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন বঙ্গ রাখাল।মুক্তগদ্য লিখেছেন শেখ নাজমুল হাছান।গুচ্ছ কবিতা লিখেছেন মাহবুব বারী, আলমগীর রেজা চৌধুরী, মেহেদী ইকবাল।
ছোট গল্প লিখেছেন দীলতাজ রহমান, সাইফ বরকতুল্লাহ। শত শব্দের গল্প লিখেছেন তৌফিক মিথুন, নাহিদ আক্তার সাথী, আরিফুর রহমান।
কবিতা লিখেছেন বাকী বিল্লাহ, মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাযযাদ আনসারী, নাসের মাহমুদ, সামসাদ জাহান, মো. আব্দুল হাই আলহাদী, ভোলা দেবনাথ, তারিক মেহের, ধ্রুবমুকুল, শাহ খায়রুল বাশার, কায়েদ-উয-জামান, মাসুম মোকাররম, রাজন্য রুহানি, মিনহাজ উদ্দিন, শপথ, ফারজানা ইসলাম, সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, কামরুন নাহার শিখা, ছানোয়ার হোসেন, তারিকুল ফেরদৌস, রুবেল প্রাকৃতজন, আরিফুল ইসলাম, হৃদয় লোহানী, এরশাদ জাহান, মনিরা মনি, জাকারিয়া জাহাঙ্গীর, হোসনে আরা শাপলা, তৌহিদ আহম্মেদ লিখন, শহিদুল ইসলাম নিরব, সুলতানুল আরেফীন আদিত্য, আশরাফ আল যায়েদ, রোদ্দুর নিপা, তোফায়েল তপু, রাবেয়া ইতি।