মোহাম্মদ নূরুল হকের নতুন গ্রন্থ ‘বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ’


মোহাম্মদ নূরুল হক। ছবি: ফেসবুক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে অনেকের উপন্যাসেই বিধবা চরিত্র এসেছে। কিন্তু এখানে কেউ বিধবাকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন, কেউ ইতিবাচকভাবে।কেউ বিধবাকে রক্তমাংসের মানুষ হিসেবে দেখেছেন, কেউ নির্জীব করে তৈরি করেছেন।কেউ বিধবাকে খুন করিয়েছেন, কেউ আত্মহত্যা করিয়েছেন।কেউবা তীর্থে পাঠিয়েছেন।বিধবার পুনঃবিবাহকে কেউ ভালো চোখে দেখেছেন, কেউ মন্দচোখে।এসব বিষয় নিয়েই আসছে গবেষক-প্রাবন্ধিক মোহাম্মদ নূরুল হকের গবেষণাগ্রন্থ ‘বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ’।

বইটিতে থাকছে লেখকদের স্ব-স্ব কালের আর্থসামাজিক-ধর্মীয় প্রেক্ষাপট, লেখকমানস ও চরিত্র বিশ্লেষণ। এককথায় বইটিতে বঙ্কিমের বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি ও চতুরঙ্গ, রমেশচন্দ্র দত্তের সংসার ও সমাজ এবং শরৎচন্দ্রের বড়দিদি ও পল্লীসমাজের বিষয়-আঙ্গিক-প্রকরণ নিয়ে গভীর বিশ্লেষণ রয়েছে।এটি বাংলা সাহিত্যের গবেষক, সমালোচক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের সহায়ক বই হিসেবে নিত্যসঙ্গী হয়ে উঠবে।

লেখক জানিয়েছেন, বই শিগগিরই প্রকাশিত হবে।এখন চলছে প্রি-অর্ডার। বইটির মূল্য রাখা হয়েছে ৩৭৫ টাকা।