শেকসপীয়রের মেয়েরা


ছবি: লংরিড

সাহিত্য ও সংস্কৃতির সংগঠন কালি আয়োজন করে ‌‌সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ‘শেকসপীয়রের মেয়েরা’ গ্রন্থটি নিয়ে আলোচনা অনুষ্ঠান।

গত শনিবার (১৭ জুন ২০২৩) রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে অনুষ্ঠিত এটি কালির ১৯তম বৈঠক ছিল।লায়লা মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালির প্রেসিডেন্ট ও কথাসাহিত্যিক পাপড়ি রহমান।

আলোচনায় অংশ নেন ড. আজফার হোসেন, ড. সৈয়দা ফারজানা হাফসা, ড. জোবাইদা নাসরীন।অনুষ্ঠানে পাঠে অংশ নেন কালির সদস্য লাবণ্য লিপি ও লায়লা মুন্নী, আফরোজা আক্তার টিনা।

এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৯৮ সালে লিখেছেন ‘শেকসপীয়রের মেয়েরা’ গ্রন্থটি।

সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন


অনুষ্ঠানে কেক কেটে সিরাজুল ইসলাম চৌধুরীর অগ্রীম জন্মদিন পালন করা হয়।এবার তার ৮৭তম জন্মবার্ষিকী।