আজ ইদ খুশির বার্তা নিয়ে এলো
তোমার দুয়ারে
শোনাবে ত্যাগের বাণী
মুমিন বান্দা আজ করবে
খোদার নামে কোরবানি।
এসেছে ধরায় মুসলিম জাহানের প্রিয় কোরবানি ঈদ
চারিদিকে আজ খুশির জোয়ারে গাইছে সবাই গীত।
খোদা তোমার অসীম দয়া হাজারও নিয়ামত দিয়েছ বিশ্বময়
ফুল ফল শোভিত করে শ্বাশত তুমি এ ধরায় সাজিয়েছ নিজ হাতে
সকল সৃষ্টি তোমার করুক গুণগান তোমার সন্তুষ্টির আশে
খোদা তুমি রহীম রহমান
কবুল করে নিও তুমি তোমার বান্দার সকল নিয়ত
প্রিয় পুত্র ত্যাগে করেছিলেন খোদার আদেশ
পালনে নবী ইব্রাহীম
সেই থেকে এলে ধরায় মুসলিম জাহানের প্রিয় কোরবানি ঈদ
মুলমানরা কোরবানি দিবেন প্রতিপালকের তরে
মানব মনের পশুত্বটা যেন একেবারে যায় মরে।
মহত্ত্ব ওপরে তুলে পশুত্ব দিবে বাদ
তখনি কেবল হবে আশরাফুল মাখলুকাত।