মোহাম্মদ নূরুল হকের ‘লাল রাত্রির গান’ প্রকাশিত


কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক মোহাম্মদ নূরুল হকের চতুর্থ কবিতার বই ‘লাল রাত্রির গান’ প্রকাশিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) বইটি প্রকাশ করেছে দৃষ্টি প্রকাশন। প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। দাম ২০০ টাকা।

নিজের চতুর্থ কবিতার বই সম্পর্কে মোহাম্মদ নূরুল হক বলেন, লাল রাত্রির গান, বই হিসেবে একাদশ। কবিতার বই হিসেবে চতুর্থ বই। আমি বরাবর যেমন বলে থাকি, ছন্দহীন রচনা কবিতা নয়, আবর্জনা। এখনো তাই বলছি। আমার এই বইতে বাংলা ছন্দের নিরূপিত তিনটি রূপ ছাড়াও রয়েছে গদ্যছন্দের কবিতাও। রয়েছে বেশকিছু গীতি কবিতা। যারা কবিতার মতো দেখতে কিছু রচনা নয়, সত্যিকার অর্থেই কবিতা পড়তে চান, আশা করি তাদের ভালো লাগবে।