পাঁচ বছরে পা দিলো কালি


সাহিত্য ও সংস্কৃতির সংগঠন কালি পাঁচ বছরে পা দিলো। এ উপলক্ষে গত শনিবার (৫ আগস্ট ২০২৩) রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে আয়োজন করা বিশেষ অনুষ্ঠান।সৈয়দা ফারজানা হাফসা ও আফরোজা আকতার টিনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালির প্রেসিডেন্ট ও কথাসাহিত্যিক পাপড়ি রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক। বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অতিথি ছিলেন মুহাম্মদ কাইউম ও মানস চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল আশরাফ, সোহেল হাসান গালিব, তুষার কবির, আসমা চৌধুরী, সাকিরা পারভিন সুমা, লাবণ্য লিপি এবং কালির সদস্যরা।

কালির সার্বিক কার্যক্রম তুলে ধরেন লায়লা মুন্নী। গান পরিবেশন করেন সৈয়দা ফারজানা হাফসা, শারমিন জাহান শাম্মী। এছাড়া অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।