ভালো তুমি একটু বাসিও ॥ রেহানা বীথি


আঁকা: ইশরাত কবিতা

ওখানে সবটুকুই আড়াল
ওখান থেকে কামিনী ফুলের ঘ্রাণ আসে মাঝে মাঝে
মাঝে মাঝে সুললিত হৃদয় ঝঙ্কার
মাঝে মাঝে চুম্বনের চিহ্ন এঁকেবেঁকে দুপদাপ হাঁটে
ওখানে যাবো একদিন…

মৃত্যুর কোলে বসে বসে অনুভব করে এক জাদুকর
হাতের বাঁশিটি তার ঝরে যায়
হাতের রুমালে তার মুখ ঢাকে রাজনর্তকী
হাতের ফানুসে তার ফুঁপিয়ে ওড়ে সুতীব্র কামাগ্নি
অনুভবের অতল আলোয়
জাদুকরও একসময় মিলিয়ে যায়, শূন্যে…

কে যেন কথা বলে
ধূপের গন্ধের মতো সন্ধ্যা মাখা
বড় আদর আদর…

আত্মার মতো গোপন রাখি নিজেকে
যদি পুড়ে যাই!
মরণভুক হয়ে যদি পুড়ে পুড়ে বেঁচে থাকি!
ভয় হয়… ভয় হয়…

এই ভয় নিয়েই জানি মরণ হবে একদিন
এই ভয় নিয়েই জানি পুনর্জন্ম ঘটবে একদিন
বলবো সেদিন-
চিরযুবা প্রিয়,
ভালো তুমি একটু বাসিও!