সময়ের থেকে জীবনের দাবি অনেক অনেক বেশি।তাই জীবনের কাছে নিজেকে তুচ্ছ করে দিয়েই ছুটতে হয়…; এই তুচ্ছতার কষ্ট আছে। কিন্তু প্রয়োজনের কাছে কষ্টকে হার মানতে হয়, তা হয়ত জীবন এবং কষ্ট দুই-ই বোঝে।শুধুমাত্র সময়ই বোঝে না।
আমাদের স্মৃতির সূচক হচ্ছে সময়।আর জীবনের সূচক হচ্ছে কর্ম।
সময় মানে জীবনের সাথে জড়িয়ে পড়া কিছু মানুষ, লেগে থাকা কিছু স্মৃতি।পরিবেশ পরিস্থিতি।
আমরা সময়কে সবথেকে বেশি অবহেলা করি।তবে অগ্রাহ্য করতে পারি না।সময়মতো সময়ই আমাদের বুঝিয়ে দেয় তার মূল্য কত।যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়।অনেক কিছু চলে যায়।
জীবনের অঢেল অনাবাদি জমিতে অবহেলার বীজ ছড়িয়ে ছিটিয়ে আছে। সময়ের আবাদে কিছু না হলেও অল্প বিস্তর ফসলী শব্দের জন্ম হতে পারতো।শব্দের মধ্যে ডুব দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়।
মাঝে মাঝে অকারণ প্রেমে বিষুবরেখা চিহ্নিত বুক নিয়ে আকাশচারী হবার বাসনা জন্মায়।শেষ পর্যন্ত হয় না কিছুই।অপেক্ষার মৃত্যু হয়…।