বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন (ফটো স্টোরি)


ছবি: যোগসূত্র

আনন্দ-উৎসব, কবিতা আর কবিদের শোভাযাত্রায় নৃত্যের মধ্যে দিয়ে শেষ হলো বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন।

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ এবং ভারতের দুই শতাধিক কবি, সাহিত্যিক, সাংবািদক, লেখক সম্মেলনে অংশ নেন।

শুক্রবার (১ ডিসেম্বর ২০২৩) সকালে বগুড়া জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উদ্বোধনী বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত ও বাংলাদেশের কবিরা নৃত্যের তালে তালে শহর প্রদক্ষিণ করেন।

এ সময় কবিরা বিশ্বের শান্তি কামনা করে কবিতা পড়েন।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

উদ্বোধন আলোচনায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কবি সুদীপ কুমার চক্তবর্ত্তী, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম।

বক্তব্য রাখেন কবি আসলাম সানী, কবি কামরুল বাহার আরিফ, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা।