কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেল সোয়া চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফয়জুল ইসলামের ছোট ভাই রেল সচিব মো. ফাহিমুল ইসলাম তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন ফয়জুল ইসলাম।
১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন ফয়জুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজে অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন।
চাকরি জীবনে পরিকল্পনা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সচিব হন ফয়জুল ইসলাম। বিটিটিসির চেয়ারম্যান হিসেবে গত বছর তিনি চাকরিজীবন শেষ করেন।
ফয়জুল ইসলামের জন্ম ১৯৬৩ সালের ২৪ নভেম্বর ঢাকার সিদ্ধেশ্বরীতে। এই কথাসাহিত্যিকের প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। তার পুরস্কারপ্রাপ্ত বই ‘খোয়াজ খিজিরের সিন্দুক’। অন্য বইয়ের মধ্যে রয়েছে নীলক্ষেতে কেন যাই, বখতিয়ার খানের সাইকেল, ঘুম তৃষ্ণা, বয়েজ স্কুল ব্যান্ড, জমিন, আধুনিক বাংলা গদ্যভাষার সন্ধানে ইত্যাদি।
ফয়জুল ইসলামের গল্পের বই ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ ২০১৭ সালে ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার পায়।