পরিচয় ॥ সায়নী ব্যানার্জী


পরিচয়

গলির মোড়ে দাঁড়িয়ে আছি
একলা আমি, একলা মন,
কানে কানে এসে বললো কেউ
কি দেখছো ? বিজ্ঞাপন ?

মুখোমুখি তাকে চিনি না আমি,
কিছু বই কিছু কথাকে কেনা-
যেখানে কলম ‘সঙ্গিনী’ পায়,
শঙ্খ ঘোষ- কে সেখানে চেনা।

বেঁধে থাকা শব্দগুলোর ভিড়,
অচেনা কবিতায়, চেনা গন্ধের ঘোর –
কালির আঁচড়ে রাত্রি গভীরতর,
“ছন্দের বারান্দা”-য় অপেক্ষা করে ভোর।

খড়কুটো সব একজোট করে
“সময়ের জলছবি” তরণী খুঁজে যায়,
ভাবনা বিলোয় কবিতায় বাঁধা চোখ-
আর, কলম নিমেষে অমর হয়ে যায়।