প্রণাম ॥ প্রবীর বিকাশ সরকার


প্রণাম 

প্রিয় কবি শঙ্খ ঘোষ চলে গেলেন যেখানে
যাওয়া কি যাবে আর চরণ ছুঁতে সেখানে?
আজ আমার কলেজজীবন হলো শেষ
এবার মুক্ত মাঠে রোদমহলে করব প্রবেশ!