তবুও তুমি
তুমি আর আমার সাথে ঘুড়ি উড়াবে না
তুমি আমাকে আর সঙ্গ দেবে না
সবক্ষেত্রে, প্রতি মুহূর্তেই তুমি পর হয়ে যাও নিজ থেকে।
প্রতি মুহূর্তেই আমি তোমার হাত ছেড়ে দেই
আমি তারপরও তোমার উপর নির্ভর করবো
আমি তারপরও তোমাকে ভালোবেসে যাবো
কারণ তুমি আমার অতীত, আমি তোমার বর্তমান
কারণ আমার সন্তান ভবিষ্যতের জন্য।