কবিতা চার তরুণ কবির ‘প্রান্তিক স্বর’ লিখেছেন: যোগসূত্র ডেস্ক | ২০২১-০২-১২২০২১-০২-১২ প্রকাশিত হতে যাচ্ছে চার তরুণ কবির কাব্যগ্রন্থ ‘প্রান্তিক স্বর’। গ্রন্থটিতে অং মারমা, লেবিসন স্কু, মাইবম সাধন এবং হ্যাপী চাকমার কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। প্রকাশ করছে তিউড়ি প্রকাশন।