জলকুমার
জলের ভেতর খুবসুরত এক আয়না-পরী
এসো এসো, ওহে নবীন তোমাকেই আজ বরি
আমার মতো কেউ একজনা আছে জলের তলে
দেখবে নাকি এসো বন্ধু, চোখ রাখো এই জলে
পদ্মফুলে ভরেছে বিল দেখবে চলো যাই
জলের ভেতর জল-কুমার এক খুঁজে যদি পাই।
ও ঝর্ণা আমার প্রাণ
ঝর্ণা নামে পাহাড় বেয়ে পাথর ছুঁয়ে ছুঁয়ে
উৎসমূলের স্বচ্ছ জল, ঝরছে নুয়ে নুয়ে
মাধবকুণ্ডের ঝর্ণা দারুণ চলে এঁকেবেঁকে,
মন যে আমার নৃত্য করে জলের নাচন দেখে
মায়াময় সেই জলের ধারা,দেখবে যদি এসো
সবুজ শ্যামল বাংলাদেশে একটু এসে বসো।
মরমিয়া এক শহর আছে সিলেট যে তার নাম
বুকে নিয়ে শব্দ-ঝর্ণা রিনিঝিনি বইছে অবিরাম।