হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৭ মে) গভীর রাতে ভারতের গড়িয়াহাটের বাড়িতে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০ বছর।
মঙ্গলবার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এই সময় ও অ্যাসিস্ট্যান্ট নিউজ জানায়, সোমবার (১৭ মে) বাথরুমে সংজ্ঞা হারান শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সকালে তার মেয়ে গিয়ে তাকে দেখতে পান। এরপর চিকিৎসককে খবর দেওয়া হয়। পরে চিকিৎসক এসে দেখে তাকে মৃত ঘোষণা করেন।
সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন। জার্মানির ডয়চে ভেলে বেতারের বাংলা বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন তিনি।
লিখেছেন বেশ কিছু উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধও লিখেছেন। তার উপন্যাসগুলোর মধ্যে অন্যতম ‘শার্দূল সুন্দরী’। বাংলা সার্কাসজগতের অন্যতম কিংবদন্তি প্রিয়নাথ বসু, জাদুকর গণপতি চক্রবর্তী ও বাঘের খেলা দেখানো সুশীলা সুন্দরীকে নিয়ে লেখা সেই উপন্যাস তার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।তার মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।