আলমপনা: আড়াল থেকে তুলে আনা ইতিহাস ॥ নাসরিন মুন্নী


ইতিহাসের ওপর বরাবরই আমার বিশেষ দুর্বলতা আছে। কেবল সাল তারিখে কিছু ঝামেলা হয়; প্রাচীন ইতিহাস, মিথ আমাকে খুব টানে। যখন জানতে পারলাম লেখক দীপু মাহমুদ বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে উপন্যাস লিখছেন তখন থেকেই খুব আগ্রহী ছিলাম।

নবাব সিরাজউদ্দৌলা বলতেই চোখের সামনে একসময় ভেসে উঠতো সিনেমায় দেখা আনোয়ার হোসেনকে, ছোটবেলায় যাকে দেখে সত্যি নবাব ভাবতাম। তারপর কিছু ইতিহাস পড়লাম। পলাশীর কলঙ্কিত যুদ্ধ যার ফলে দুশো বছর গোলামীর জীবন বাঙালির।

আলমপনায় ফিরে আসি, ভয় হচ্ছিল পড়তে- এ যে উপন্যাস আর ইতিহাসের সমন্বয়, তাই প্রতিবার যেমন বইমেলা থেকে এসেই দীপু মাহমুদের বই আগে পড়ি এবার তার ব্যতিক্রম হলো। নিজেকে গুছিয়ে নিয়েই পড়লাম আলমপনা।

বইয়ের শুরুতেই ধাক্কা খেলাম ভীষণভাবে। সত্যিই জানতাম না নবাব সিরাজউদ্দৌলার এক পুত্র সন্তান ছিল জমিদার যুগলকিশোর রায় চৌধুরী ওরফে মনসুর-উল-মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান হজরত জং বাহাদুর…।

তীব্রভাবে আলমপনা টানলো আমাকে। এতদিন অনেক ইতিহাস বিকৃত ঘটনা জানতাম বলেই মনে হচ্ছে, এখানেই লেখকের মুন্সীয়ানা। প্রতিটি চরিত্রকে লেখক এমনভাবে উপস্থাপন করেছেন যা রীতিমত বিস্ময়কর।

যেখানে ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় আমরা প্রায় ভুলতেই বসেছি আমাদের এই স্বাধীন দেশ, মানচিত্র এবং পতাকার সঠিক ইতিহাস, সেখানে তিনি আলমপনায় তুলে এনেছেন এমন কিছু ঘটনা যা আমাদের ইতিহাস এবং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি,কয়েকটি উল্লেখ্য চরিত্র ছাড়া প্রায় সব ছিল আবছা মতো,এমনকি নবাবের হত্যাকারী মোহাম্মদী বেগ সম্পর্কেও বিশেষ কিছু জানতাম না,আমার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হলো এবং আমার মনে হয় যারা,আলমপনা পড়েছেন তারা সবাই আমার সাথে একমত হবেন।

ইতিহাস নিয়ে কোনো গল্প, উপন্যাস লেখা ভীষণ কষ্টসাধ্য। ইতিহাস ভুল বা বিকৃত হওয়ার ভয় থাকে। তথ্য সংগ্রহের একটা কঠিন দুরূহ ব্যাপার থাকে। পাশাপাশি উপন্যাসের গ্রহণযোগ্যতা রেখে সঠিক ইতিহাস তুলে ধরা, আর তা যদি হয় এই বাংলার শেষ নবাব এর ইতিহাস।

লেখক দীপু মাহমুদ অনেক অজানা তথ্য দিয়ে আলমপনাকে উঁচু স্থানে নিয়ে গেছেন বলে আমি মনে করি। এ নিছক উপন্যাস যেমন নয়, তেমনি নয় শুধুই ইতিহাস নির্ভর কোনো গ্রন্থ।

নানা- নাতির স্নেহ, মমতা, ভালোবাসার পাশাপাশি কঠোর রাজনীতি, প্রেম, আবেগ, হিংসা,ক্ষমতার লোভে বিশ্বাসঘাতী হওয়া আপন মানুষ বদলে যাওয়া; চরিত্র, ঘটনা, রাজনৈতিক ষড়যন্ত্র, যুদ্ধের কূটকৌশল উপন্যাসকে ইতিহাসের হাত ধরে আমাদের নিয়ে গেছে কত স্থানে। যারা আলমপনা পড়েছেন আমার বিশ্বাস তাদের কাছে নতুন করে বাংলা, বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের এবং তার পরিবারের নির্মম করুন কাহিনি নতুন মোড় নিয়েছে বলে মনে করি।

উপন্যাস : আলমপনা
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশনী : পার্ল পাবলিকেশন্স
বইয়ের মূল্য : ৩০০ টাকা