অমরত্ব পেয়ে ফিরে আসুন
এও কি ভাবা যায়-
মৃত্যু আপনাকে গন্ধ দিয়েছে ঘুমের,
নিরবছিন্ন ঘুমে আপনি নিমগ্ন।
একবার দেখুন প্রিয় দৃশ্য, অতিসুক্ষ্ম-যতন,
নিপাট কোর্তা, দুধরঙা পাঞ্জাবি,
মানুষের আবেশময় সরল প্রগাঢ়-আবেগ-
কেমন গলিত আজ; কেমন বিগলিত অপেক্ষা;
স্মৃতির ঝরা পাতা থেমে আছে,
ফুলেরা নোটিশ করেছে-ফুটবে না,
স্তব্ধ অনুপ্রেরণার কণ্ঠ,
আপনাকেহীন অকল্পনীয় শোকে
রামু কাকার চোখেও জল জন্মালো।
আপনি নুয়ে পড়েছেন অমোঘ সত্যের কাছে।
সাদা-কালো হয়ে গেছে চরাচর।
কবি কি এভাবে না বলে চলে যায়
আর রাত নামিয়ে দেয় পৃথিবীজুড়ে?
যদিও কোনোদিন পাশাপাশি হাঁটবেন না অন্য কোনো কবির,
আর লিখবেন না নতুন কবিতা,
অফিস টেবিলে শূন্যতা বিছিয়ে দেবে বলিরেখা।
এমন সত্য মিথ্যে হোক, অমরত্ব পেয়ে ফিরে আসুন
আপনার প্রিয়জন, স্রোতস্বী পাঠককূল,
ভালোবাসার মানুষেরা বিষাদে-বিধুর।