শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। আইসিইউতে রয়েছেন তিনি।
শনিবার (১২ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার কোভিড রিপোর্ট নেগেটিভ হলেও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। এছাড়া শ্বাসনালীতেও গভীর সংক্রমণ রয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তার। দ্রুত শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় ঝুঁকি নিতে চায়নি পরিবার। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি করার পর অভিজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হয়। পাশাপাশি কোভিড পরীক্ষা করা হয়।
৭৯ বছর বয়সী লেখক দুই দশক ধরে বাঙালির মনের মণিকোঠায় রয়েছেন। তার লেখনীতে সৃষ্টি হয়েছে অমোঘ সাহিত্য। জমজমাট থ্রিলার লেখার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। অনিমেষ, মাধবীলতা, অর্জুন, দীপাবলি, অর্কর মতো দুর্দান্ত চরিত্রের জনক তিনি। দৌড় থেকে শুরু করে কালবেলা, কালপুরুষ, গর্ভধারিনী, হরিণবাড়ি, ফেরারি, শ্রদ্ধাঞ্জলি, বুনো হাঁস, অনুপ্রবেশ-এর মতো দুর্দান্ত সাহিত্য বাংলাকে আরও সমৃদ্ধ করেছে।
সূত্র: এই সময়, আনন্দবাজার