ওয়াল্টার স্কট পুরস্কার পেলেন হিলারি মেনটেল


ঐতিহাসিক উপন্যাস দ্য মিরর অ্যান্ড দ্য লাইট এর জন্য এ বছর ওয়াল্টার স্কট পুরস্কার পেলেন হিলারি মেনটেল।

যুক্তরাজ্যের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব থমাস ক্রমওয়েলের জীবনীভিত্তিক তিন খণ্ডের উপন্যাসের শেষ পর্ব দ্য মির অ্যান্ড দ্য লাইট। থমাস ক্রমওয়েল ছিলেন একজন আইনজীবী ।

হিলারি মেনটেল একজন ব্রিটিশ কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। তার এই উপন্যাস সম্পর্কে বিচারকরা বলেন, “With The Mirror and the Light, Hilary Mantel has achieved the almost unachievable: she offers readers a novel that both closes a trilogy and also stands magnificently alone. With consummate technical skill married to the keenest ear for dialogue and the sharpest eye for rich and telling detail, Mantel resettles the reader at Thomas Cromwell’s shoulder for a psychodrama that begins and ends with a blade. The finale is both well-known and inevitable and yet – as the judges long pondered with astonished admiration – the suspense never fades.

২০১০ সালে প্রবর্তিত হয় ওয়াল্টার স্কট পুরস্কার । ওই বছরও হিলারি মেনটেল এই ট্রিলজির প্রথম খণ্ড উলফ হলের জন্য এই পুরস্কার পেয়েছিলেন। আড়াই আজার ব্রিটিশ পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কার ২০২১ সালের নভেম্বরে হিলারি মেনটেলের হাতে তুলে দেওয়া হবে।

হিলারি মেনটেল বলেন, “I’m so happy personally that The Mirror and the Light has won this recognition. It was certainly the hardest thing I’ve ever done, and I know the author isn’t always the best person to judge, but it seems to me to be the strongest of my trilogy of novels about Thomas Cromwell. It launched the trilogy in fine style when the first volume Wolf Hall won the Walter Scott Prize, and now this rounds off the many years of effort. I’d like to thank the judges for their faith in me, and also Duke and Duchess of Buccleuch for endowing this prize so generously and in a far-sighted way, because it’s proved a great encouragement to my fellow writers, and a source of great pleasure to the reading public.”

সূত্র: টাইমসলাইভ ডটকম, টাইমস অব ইন্ডিয়া, ওয়াল্টার স্কট পুরস্কার টুইটার পেজ