বারিধী
শুষ্ক মাটির চৌচির ভেদ করে ফসলের মাঠ,
বিস্তীর্ণ সূবর্ণরেখা নদীর চর,
আদিগন্ত ছেপে ধেয়ে, নেয়ে বৃষ্টি আসে;
বাতাসে ভাসে সোঁদাময় বৃষ্টিগন্ধী ঘ্রাণ।
খুব কাঙ্ক্ষিত উজ্জ্বল ভুঁইচাপা রঙের একটা প্রায়োন্ধকার উন্মুক্ত বিকেল চেয়ে থাকে সে পথের ধারে।
যে পথে আর কখনও ফিরবোনা বলে শতবার ভুলে নির্ভুলে ফিরে ফিরে যাই বৃষ্টিময় শ্রান্তির সকল অবশিষ্ট ভালোবাসায়!
আমাদের গোপনীয়তাগুলো ভিজে সিক্ত হয় উন্মুক্ত হওয়ার আশায়…
সুপ্ত নিমগ্নতাগুলো সতেজ হয় ভরা ছলছল জলে টইটম্বুর স্থলপদ্মের মতন।
ঋতুগত প্রথা ভুলে বহু আগে বসন্তকে বিদায় দিয়েও কদমের ডালে বিরহী কোকিল যেমন করে ডেকে যায়;
এমন কাঙ্ক্ষিত বর্ষামুখর দিনগুলোতেই আমাদের সেসব স্বর্ণজ্জল ক্ষণগুলো ভিজতে থাকে একনাগাড়ে অতৃপ্ত মায়ায়।