জীবনের আড়ালে লুকিয়ে থাকে গল্প। সেসব অচেনা কিংবা অজানা গল্পকে পাঠকের সামনে মেলে ধরতে চায় পরিবার পাবলিকেশন্স। আর সে লক্ষ্যে এবার প্রকাশনা সংস্থাটি গল্প উৎসবের আয়োজন করেছে।
গল্পকারদের গল্প লেখা প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হবে এ উৎসব। করোনাকালে লেখকদের সাহিত্যমুখী রাখতে এ আয়োজনে সহযোগিতা করেছে বই বিপণন প্রতিষ্ঠান বইপরিবারডটকম (www.boiporibar.com)। তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিষয়গুলো হলো ‘মুক্তিযুদ্ধ’, ‘প্রেম’ ও ‘ফিকশন’।
প্রতি বিভাগে ২০টি গল্প নির্বাচন করা হবে এবং যথাযথ সম্পাদনা সাপেক্ষে আগামী বইমেলায় বই আকারে প্রকাশ করবে পরিবার পাবলিকেশন্স। নির্বাচিত গল্পকারদের মধ্যে প্রতি বিভাগে তিনজন করে বিজয়ী নির্ধারণ হবে। পৃথিবীর যেকোনো প্রান্তের বাংলাভাষী লেখক অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।
গল্প পাঠানোর শেষ সময় আগামী ৩১ জুলাই। গল্প পাঠানোর ই-মেইল ঠিকানাটি হচ্ছে poribarpublication@gmail.com। এই গল্প লেখা প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন বাংলা কথাসাহিত্যের বর্তমান সময়ের তিন কথাশিল্পী ফেরদৌস হাসান, মনি হায়দার ও দীপু মাহমুদ।